রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় বাড়ির ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) দেখা যাওয়া অপরিচিত এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তাঁদের ধারণা, ওই ব্যক্তিই দুই বোনকে হত্যা করে থাকতে পারেন। এ ছাড়া পুলিশ বাড়ি থেকে আজ শনিবার কিছু আলামত জব্দ করেছে। জিজ্ঞাসাবাদ করেছে বাড়ির নিরাপত্তাকর্মীকে।
গতকাল শুক্রবার পশ্চিম শেওড়াপাড়ার ওই বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তাঁর ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাত ও শিল–নোড়ার আঘাতে হত্যা করা হয়। রাত ১১টার দিকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
দুই বোন খুনের রহস্য উদ্ঘাটনে পুলিশ বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এতে দেখা যায়, শুক্রবার বেলা তিনটার দিকে নীল রঙের জিনস প্যান্ট ও গাঢ় নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি বাড়িটির দোতলায় ওঠেন। তাঁর মুখে সার্জিক্যাল মাস্ক আর মাথায় ছিল কমলা রঙের ক্যাপ। পরনের কাপড় পাল্টে প্রায় দেড় ঘণ্টা পর ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যান।