ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দিন ধরে সংঘর্ষ চলার পর গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দেশ দুটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। এর আগে ওই দিন ভোরে দুই দেশ একে অপরের সামরিক ঘাঁটিতে হামলা চালায়।
পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশটির বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের অভিযান শুরু করে ইসলামাবাদ। দুই দেশই দাবি করেছে, তারা বেশির ভাগ প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র, ড্রোন ইত্যাদি) প্রতিহত করেছে। তবে কিছু হামলায় ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে তারা।
ভারত গত বুধবার পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযান শুরু করার পর ৬০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের দাবি, পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিকে নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তানের অংশে হামলায় ১৩ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণরেখা হলো ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমান্তরেখা, যা বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলকে ভাগ করে রেখেছে।