চীন সরকারের উপহারের এক হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপনের জন্য নীলফামারীতে জায়গা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. হারুন অর রশিদ। আজ মঙ্গলবার সকালে তিনি উত্তরা ইপিজেডের অদূরে জেলা সদরের দাড়োয়ানীতে সুতাকলের (টেক্সটাইল মিলস) পরিত্যাক্ত ২৫ একরের একটি জায়গা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে হারুন অর রশিদ বলেন, ‘উপদেষ্টা মহোদয়ের (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম) নির্দেশনা অনুযায়ী, রংপুরের আশপাশে যে জায়গাটি পরিদর্শন করেছিলাম, সেটি মোটেও সন্তোষজনক নয়। এরপরই নীলফামারীর জেলা প্রশাসক অতিদ্রুত এই জায়গার প্রতিবেদন আমাদের কাছে পাঠান। আমরা এই জায়গা পরিদর্শন শেষে সার্বিক দিক বিবেচনা করে অনেকটা পজিটিভ স্থানে আছি।’