খোলার এক দিন পরই ৮ বিমানবন্দরে উড্ডয়ন বন্ধ রেখেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো

ভারতের ৩২টি বিমানবন্দর গতকাল সোমবার খুলে দেওয়া হলেও আজ মঙ্গলবার সকালে পাকিস্তানের সীমান্তবর্তী আটটি বিমানবন্দরে উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।

আজ সাতসকালেই ওই দুই বিমান পরিষেবা সংস্থা এ ঘোষণা দিয়েছে। সংস্থা দুটি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিয়ে এখনো চিন্তিত বলেই এ সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। তাদের কাছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি।

এয়ার ইন্ডিয়া জানায়, আজ তাদের কোনো উড়োজাহাজ জম্মু, লেহ, অমৃতসর, চণ্ডীগড়, যোধপুর, জামনগর ও রাজকোট থেকে ছাড়বে না, নামবেও না। ইন্ডিগোও একই কথা জানিয়ে বলেছে, শ্রীনগর, জম্মু, লেহ, অমৃতসর, চণ্ডীগড় ও রাজকোটে তাদের কোনো বিমান ওঠানামা করবে না।

পেহেলগামকাণ্ডের জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করার পর সীমান্তবর্তী ৩২টি বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আচমকা যুদ্ধবিরতির ঘোষণা হওয়ায় সোমবার বিমানবন্দরগুলো খুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave a comment
scroll to top