রংপুরের কাউনিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার মীরবাগে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মীরবাগ মহেশা গ্রামের বাসিন্দা রুবিনা বেগম (৩২), তাঁর ছেলে রহমত (২) ও ভাতিজি আফসানা বেগম ওরফে স্নেহা (১৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল নয়টার দিকে মহেষা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম তাঁর স্ত্রী রুবিনা বেগম, ছেলে রহমত ও ভাতিজি আফসানাকে নিয়ে মোটরসাইকেলে করে কাউনিয়ার মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের মীরবাগ জুম্মাপাড় নামের স্থানে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মিনিবাস পেছন থেকে ধাক্কা দিলে তাঁরা ঘটনাস্থলেই নিহত হন।